বিজয়ওয়াড়া: অনাথ ও পথশিশুদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়েছে কি না, সেটা জানার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে অন্ধ্র প্রদেশ পুলিশ।  ‘অপারেশন মুসকান কোভিড-১৯’ নামে এই বিশেষ অভিযানের ফলে চার বছর পরে নিজের ছেলেকে ফিরে পেলেন এক মহিলা। এছাড়া চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হওয়া বিহারের ১০টি শিশুকেও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ২০১৬ সালে বাড়ি থেকে পালিয়ে যায় শ্রীনিবাস নামে একটি শিশু। তার বাড়ি পশ্চিম গোদাবরী জেলার পালাকোল্লু অঞ্চলে। তার বাবা কয়েক বছর আগে মারা গিয়েছেন। সংসার চালাতে গিয়ে চরম সমস্যায় পড়েন তার মা বব্বা শ্রী ললিতা। বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিজয়ওয়াড়া স্টেশনে পৌঁছে যায় শ্রীনিবাস। সেখান থেকে তাকে উদ্ধার করে একটি হোমে নিয়ে গিয়ে রাখেন পুলিশকর্মীরা। এরপর থেকে সেখানেই ছিল শিশুটি। করোনা পরীক্ষার সময় সে বাড়ির কথা বলে। এরপরেই তাকে বাড়িতে পৌঁছে দেন পুলিশকর্মীরা।

ডিজিপি গৌতম সাওয়াঙ্গ জানিয়েছেন, ‘চার বছর পরে মায়ের কাছে সন্তানকে ফিরিয়ে দিতে পেরে আমাদের খুব ভাল লাগছে। এই ধরনের কাজ করতে পেরে তৃপ্তি হয়। উদ্ধার হওয়া প্রতিটি শিশুর জীবনের গল্পই আলাদা।’

পুলিশ সূত্রে খবর, ‘মুসকান কোভিড-১৯’ অভিযানে ৭২ ঘণ্টার মধ্যে ২,৭৩৯টি শিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার পর্যন্ত চলবে এই অভিযান।