পান্না : উজ্জ্বল হীরের জন্য সারা বিশ্বে পরিচিত রয়েছে মধ্যপ্রদেশের পান্না জেলার। গত শুক্রবার জেলারই এক বাসিন্দা খুঁজে পেলেন ২৯ ক্যারেট ৪৬ সেন্টের উচ্চমানের মহার্ঘ হীরে। নিলামে এর দাম হতে পারে দেড় থেকে দুই কোটি টাকা।
পান্না জেলার কালেক্টর কর্মবীর শর্মা জানিয়েছেন, ব্রিজেশ উপাধ্যায় নামে এক ব্যক্তি শুক্রবার উজ্জ্বল গুণমানের একটি মহার্ঘ হীরে খুঁজে পেয়েছেন। এর ওজন ২৯ ক্যারেট ৪৬ সেন্ট।
শর্মা বলেছেন, জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে কৃষ্ণকল্যাণপুরের পট্টিতে উপাধ্যায় ওই হীরে পেয়েছেন। এত বড় হীরে খুবই কম পাওয়া যায় বলে তিনি মন্তব্য করেছেন। উপাধ্যায় সেই হীরে জেলার হীরে দফতরে জমা দিয়েছেন। এর নিলাম থেকে যে অর্থ পাওয়া যাবে তা থেকে কর কেটে বাকি অর্থ উপধ্যায়কে দেওয়া হবে।

জেলা কালেক্টর জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই খনিতে হীরে খোঁজার কাজ করছিলেন উপধ্যায়।
উপাধ্যায় বলেছেন, তিনি বিভিন্ন খাদানে হীরে খোঁজেন। গত ২৫ বছর ধরে এই কাজ করছেন তিনি। শ্রমিকদের কাজে লাগিয়েও খননের কাজ চালিয়েছেন তিনি। সেইসঙ্গে নিজেও হীরে খোঁজার কাজ করেন।
তিনি বলেছেন, খননের সময় ওই হীরের সন্ধান পান তিনি। এর আগেও হীরে পেয়েছেন তিনি। কিন্তু সেগুলি ছোট ছোট- ৪ বা ৫ সেন্টের। এতবড় হীরে এবারই প্রথম পেলেন তিনি।