কোচি: সম্প্রতি শবরীমালার আয়াপ্পা মন্দিরে সব বয়সের মহিলার প্রবেশের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায়ের বিরোধিতা করে আত্মহত্যার হুমকি দেন এক ব্যক্তি। আজ তাঁকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শ্রীরাজ নামে ওই ব্যক্তি একটি কট্টরপন্থী হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত। তিনি দু’দিন আগে ফেসবুক পোস্টে জানান, সুপ্রিম কোর্টের রায়ে হতাশ হয়েছেন। তাই কোচির হাইকোর্ট জংশনে আত্মহত্যা করবেন। তাঁর এই পোস্ট ভাইরাল হয়। এরপরেই পুলিশকর্মীরা সতর্কতা অবলম্বন করেন। আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ আত্মহত্যা করার জন্য পেট্রোল নিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছন শ্রীরাজ। তখনই তাঁকে গ্রেফতার করা হয়। একটি সরকারি হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা করা হয়েছে।
শবরীমালা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদে আত্মহত্যার হুমকি, গ্রেফতার এক ব্যক্তি
Web Desk, ABP Ananda
Updated at:
01 Oct 2018 07:05 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -