নয়াদিল্লি: স্ত্রী ও তিন শিশুসন্তানের গলা কেটে খুন করার অভিযোগে গ্রেফতার করা হল এক শিক্ষককে। এই মর্মান্তিক ঘটনা দক্ষিণ দিল্লির মেহরৌলির। পুলিশের সন্দেহ, ধৃত ব্যক্তি অবসাদে ভুগছিলেন। তার ফলেই এই কাণ্ড ঘটিয়েছেন।

দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার বিজয় কুমার জানিয়েছেন, ‘ধৃত ব্যক্তির নাম উপেন্দ্র শুক্ল। তিনি গতকাল গভীর রাতে স্ত্রী অর্চনা, দু’মাসের মেয়ে, পাঁচ বছরের ছেলে এবং সাত বছরের মেয়ের গলা কেটে খুন করেন। উপেন্দ্রর শাশুড়িও গতকাল রাতে তাঁদের বাড়িতে ছিলেন। পাশের ঘর থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে তিনিই প্রতিবেশীদের খবর দেন। দরজা ভেঙে দেখা যায়, মৃতদেহগুলির পাশে বসে রয়েছেন অভিযুক্ত ব্যক্তি। এরপর পুলিশে খবর দেওয়া হয়।’

পুলিশকে উপেন্দ্র লিখিতভাবে জানিয়েছেন, তিনিই স্ত্রী ও সন্তানদের খুন করেছেন। তবে কী কারণে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন, সেটি ওই চিঠিতে উল্লেখ করেননি। প্রাথমিক তদন্তে অনুমান, গতকাল রাত একটা থেকে দেড়টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে। খুনে ব্যবহৃত ছুরি উদ্ধার হয়েছে।