মথুরা: উত্তরপ্রদেশের মথুরায় একটি তিন বছরের মেয়ের উপর যৌন নির্যাতনের দায়ে এক ব্যক্তির ২০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিল বিশেষ পকসো আদালত। সেইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বিচারপতি বিবেকানন্দ শরণ ত্রিপাঠি তাঁর রায়ে জানিয়েছেন, বিশ্বম্ভর নামে ওই ব্যক্তির শিশুদের উপর যৌন নির্যাতন চালানোর প্রবণতা আছে। তাকে কঠোর সাজা না দিলে ভবিষ্যতে ফের অপরাধ করতে পারে। তাই এই সাজা দেওয়া হল। নির্যাতিতাকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।


সরকারি আধিকারিক বীরেন্দ্র কুমার লাভানিয়া জানিয়েছেন, ২০১৫ সালের ৫ ডিসেম্বর ওই মেয়েটি তাদের বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে খেলছিল। বিশ্বম্ভর তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায়। মেয়েটির কান্না শুনতে পেয়ে তার মা সেখানে ছুটে যান। এরপরেই বিশ্বম্ভর সেখান থেকে পালিয়ে যায়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও পকসো আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলাতেই আজ রায় ঘোষণা করা হল।