কলকাতা: করোনা আবহে নতুন সঙ্কটে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। বাংলায় কর্মরত ১৮৫ নার্সকে ফিরিয়ে নিল মণিপুর। সূত্রের খবর, চাকরি ছেড়ে বাসে করে ইম্ফলের পথে ১৮৫ জন নার্স। সমস্যায় কলকাতার বহু বেসরকারি হাসপাতাল। সূত্রের খবর, অন্য রাজ্যের নার্সরাও ছাড়তে পারেন চাকরি। জানা গিয়েছে, চাকরি ছাড়তে পারেন উত্তর পূর্ব, ওড়িশার নার্সরাও। নার্স নিয়ে এমনই আশঙ্কা বেসরকারি হাসপাতালের।
জানা গিয়েছে, পিয়ারলেস হাসপাতাল থেকে ২৫ নার্সের ইস্তফা। আর এন টেগোর হাসপাতাল থেকে ১০ নার্সের ইস্তফা। মেডিকা হাসপাতাল থেকে ৩ নার্সের ইস্তফা। ফর্টিস হাসপাতাল থেকে ১৬ নার্সের ইস্তফা। চার্নক হাসপাতাল থেকে ২৭ নার্সের ইস্তফা। বেলভিউ থেকে ৩ নার্সের ইস্তফা। অ্যাপোলো হাসপাতাল থেকে ১০ নার্সের ইস্তফা। রুবি হাসপাতাল থেকে ৬ নার্সের ইস্তফা।