রাইসেন: গরু খুঁজে পাচ্ছিলেন না এক ব্যক্তি। সেটারই খোঁজ করতে গিয়েছিলেন একটি বাড়িতে। সেখানে তাঁর হাত কেটে নেওয়ার অভিযোগ উঠল ওই পরিবারের লোকজনের বিরুদ্ধে। নৃশংস এই ঘটনা মধ্যপ্রদেশের রাইসেন জেলার পিপলওয়ালি গ্রামে। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তিনজন পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
সুলতানপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মালখান সিংহ মীনা জানিয়েছেন, ‘শনিবার বিকেলে সাত্তু যাদবের বাড়িতে গরুর খোঁজ করতে যান কাল্লু সাহু। তাঁর প্রশ্নের সদুত্তর দিতে পারেননি সাত্তু। ফলে শুরু হয়ে যায় বচসা। এরপরেই সাত্তু ও তাঁর পরিবারের লোকজন কাল্লুকে একটি গাছে বেঁধে মারধর করে তরোয়াল দিয়ে তাঁর একটি হাত কেটে দেন বলে অভিযোগ। অন্য হাতেও আঘাত লাগে।’
মীনা আরও জানিয়েছেন, কাল্লুর পরিবারের লোকজন খবর পেয়ে সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে সুলতানগঞ্জের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ভোপালের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাত্তু ও তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়েছে। সাত্তুর স্ত্রী, অপর এক ছেলে ও পরিচারকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
মধ্যপ্রদেশে গরুর খোঁজ করতে যাওয়ায় এক ব্যক্তির হাত কেটে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ২
Web Desk, ABP Ananda
Updated at:
03 Sep 2018 05:41 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -