নয়াদিল্লি: বিজেপি ছাড়লেন দলের প্রবীণ নেতা যশবন্ত সিংহের ছেলে তথা রাজস্থানের বিধায়ক মানবেন্দ্র সিংহ। সামনেই রাজস্থানে বিধানসভা ভোট। তার প্রাক্কালে শনিবার দলত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি।
মানবেন্দ্র যে বারমের কেন্দ্রের এমএলএ, সেখানে এক সমাবেশ, পদযাত্রার পর সাংবাদিক বৈঠক করে বিজেপি ছাড়েন তিনি। বিজেপিতে যোগদান একটা বিরাট ভুল হয়েছিল বলে জানান তিনি। মন্তব্য করেন, কমল কা ফুল, বড়ি ভুল। স্বাভিমান যাত্রা নামে আজকের কর্মসূচির পর পিটিআইয়ের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে মানবেন্দ্র বলেন, আমি আর বিজেপিতে নেই। তবে কংগ্রেস বা অন্য কোনও দলে যোগ দিচ্ছেন কিনা, খোলসা করেননি তিনি।
২০১৪-র লোকসভা ভোটে বিজেপির তাঁর বাবা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্তকে টিকিট না দেওয়ার প্রসঙ্গও তোলেন মানবেন্দ্র।
রাজস্থানে ভোটের আগে বিজেপি ছাড়লেন যশবন্ত সিংহের ছেলে মানবেন্দ্র
Web Desk, ABP Ananda
Updated at:
22 Sep 2018 08:14 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -