রাজ্যসভার মার্শালদের পুরনো পোশাক নিয়ে অনেকেরই আপত্তি ছিল। তাঁদের মতে, পাগড়িটি ব্রিটিশ আমল থেকে চলে আসছে। এর বদল হওয়া দরকার। যদিও মার্শালদের নতুন পোশাক নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যসভার মার্শালদের সামরিক ধাঁচের পোশাকে আপত্তি সাংসদদের, সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ নাইডুর
Web Desk, ABP Ananda | 19 Nov 2019 03:12 PM (IST)
গতকাল রাজ্যসভার ২৫০-তম অধিবেশনে মার্শালদের নতুন পোশাক দেখা যায়।
নয়াদিল্লি: চিরাচরিত গলাবন্ধ কোট ও পাগড়ির বদলে রাজ্যসভার মার্শালদের সামরিক ধাঁচের পোশাক নিয়ে সাংসদদের আপত্তির জেরে নড়েচড়ে বসলেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। তিনি এই পোশাক বদলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, রাজ্যসভার সচিবালয় মার্শালদের পোশাক বদলের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্ত খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রাজ্যসভার ২৫০-তম অধিবেশনে মার্শালদের নতুন পোশাক দেখা যায়। যা নিয়ে আপত্তি জানান কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। তবে তাঁকে থামিয়ে দেন রাজ্যসভার চেয়ারম্যান। পরে একটি সংবাদমাধ্যমকে রমেশ বলেন, ‘রাজ্যসভায় কি সামরিক আইন জারি হয়েছে? দেখে মনে হচ্ছে, সামরিকবাহিনী রাজ্যসভার দখল নিয়েছে।’ প্রাক্তন সেনাপ্রধান বেদপ্রকাশ মালিকও রাজ্যসভার মার্শালদের এই পোশাক নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁর ট্যুইট, ‘অসামরিক ব্যক্তিদের সামরিক পোশাক নকল করা এবং পরা বেআইনি ও নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। আশা করি উপরাষ্ট্রপতির সচিবালয়, রাজ্যসভা ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ দ্রুত ব্যবস্থা নেবেন।’