লখনউ: লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) সঙ্গে সমাজবাদী পার্টির (এসপি) জোটের জল্পনার মধ্যেই অখিলেশ যাদবকে ফোন করলেন মায়াবতী। অবৈধ বালিখাদান মামলায় সিবিআই জেরার মুখে পড়তে চলা অখিলেশের পাশে দাঁড়িয়েছেন বিএসপি সুপ্রিমো। এসপি সভাপতিকে তাঁর পরামর্শ, ‘এই ধরনের গিমিকে ভয় পেও না। খনি দুর্নীতিতে সিবিআই তল্লাশি ও জেরার হুঁশিয়ারি বিজেপি-র রাজনৈতিক বিদ্বেষ ছাড়া আর কিছু নয়। এই ধরনের সস্তা রাজনীতি আর চক্রান্ত বিজেপি-র পক্ষে নতুন কিছু নয়। দেশের মানুষ এটা বুঝতে পেরেছেন। লোকসভা নির্বাচনে তাঁরা বিজেপি-কে শিক্ষা দেবেন।’
অন্যদিকে, আজ এই ইস্যুতে লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান এসপি সাংসদরা। ধর্মেন্দ যাদব অভিযোগ করেন, ‘শাসক দল বিজেপি-র তোতাপাখি হয়ে গিয়েছে বিজেপি। অখিলেশের বিরুদ্ধে তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে জোট বেঁধেছে বিজেপি। ৪ তারিখ মায়াবতীর সঙ্গে দেখা করেন অখিলেশ। পরের দিনই অবৈধ বালিখাদান মামলায় তল্লাশি চালায় সিবিআই। বিজেপি-র জানা উচিত, সিবিআই না, উত্তরপ্রদেশের মানুষই নির্বাচনে ভোট দেবেন।’
গিমিকে ভয় পেও না, সিবিআই জেরার জল্পনার মধ্যেই অখিলেশকে ফোনে পরামর্শ মায়াবতীর
Web Desk, ABP Ananda
Updated at:
07 Jan 2019 04:10 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -