লখনউ: গত ২ এপ্রিল ভারত বনধের দিন যাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল, তাঁদের নির্দোষ বলে দাবি করে মামলা প্রত্যাহারের দাবি জানালেন বিএসপি নেত্রী মায়াবতী। মামলা প্রত্যাহার না করা হলে তিনি মধ্যপ্রদেশ ও রাজস্থান সরকারকে বাইরে থেকে সমর্থন দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন মায়াবতী।

আজ সাংবাদিক বৈঠকে বিএসপি নেত্রী বলেছেন, ‘রাজনীতি ও জাতপাতের কারণে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ ও রাজস্থান সহ অন্যান্য বিজেপি-শাসিত রাজ্যগুলিতে নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এখন মধ্যপ্রদেশ ও রাজস্থানে নবনির্বাচিত সরকার যদি ভারত বনধের দিন নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার না করে, তাহলে বিএসপি-কে কংগ্রেস সরকারকে বাইরে থেকে সমর্থন দেওয়ার বিষয়টি নতুন করে ভাবতে হতে পারে।’

মধ্যপ্রদেশে দু’জন বিএসপি বিধায়ক আছেন। রাজস্থানে মায়াবতীর দলের বিধায়ক সংখ্যা ৬। দুই রাজ্যেই কংগ্রেস সরকারকে বাইরে থেকে সমর্থন করছে বিএসপি। তবে আজ মায়াবতীর হুঁশিয়ারিতে চাপে পড়ে গেল কংগ্রেস। বিএসপি নেত্রী বলেছেন, ‘কংগ্রেসকে হুঁশিয়ারি দেওয়া জরুরি। কারণ, এখন শুধু ঘোষণাই যথেষ্ট নয়। মানুষ মনে করছেন, খাতায়-কলমে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে কংগ্রেস ও বিজেপি সমান। এই ধারণা বদলাবে কি না, সেটা কংগ্রেসের উপর নির্ভর করছে।’