নয়াদিল্লি: ৩৭০ ধারা সংশোধনের পর থেকে যে অপ্রাপ্তবয়স্কদের আটক করা হয়েছে তাদের ব্যাপারে বিশদে জানতে চেয়ে রাজ্য স্বরাষ্ট্র সচিব ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। ৩ দিনের মধ্যে তাঁকে এই তথ্য দেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।

৫ অগাস্ট জম্মু কাশ্মীরের বিশেষ অধিকারে ইতি টেনে রাজ্যটিকে জম্মু কাশ্মীর ও লাদাখে ভাগ করে দিয়েছে কেন্দ্র। জম্মু কাশ্মীর ও লাদাখ এখন কেন্দ্রশাসিত অঞ্চল। এরপর থেকে আটক রয়েছেন মেহবুবা। তাঁর টুইটার অ্যাকাউন্টটি চালাচ্ছেন তাঁর মেয়ে ইলতিজা। মেয়ের মাধ্যমেই চিঠিটি পাঠিয়েছেন তিনি, তা আপলোড করেছেন টুইটারে।


কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর অশান্তির আশঙ্কায় স্থানীয় রাজনীতিকদের আটক করেছে প্রশাসন। কয়েকজনকে তাঁদের বাড়িতেই নজরবন্দি করা হয়েছে। নিরাপত্তারক্ষীদের ওপর পাথর ছোঁড়ার ঘটনায় চলছে ধরপাকড়ও।