ই-নিলামে মোদির পাওয়া ১,৯০০ উপহার, অর্থ খরচ হবে ‘নমামি গঙ্গে’ প্রকল্পে
Web Desk, ABP Ananda | 27 Jan 2019 06:28 PM (IST)
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির পাওয়া ১,৯০০ উপহার নিলামে উঠছে। আজ থেকে দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টে শুরু হচ্ছে দু’দিনের ই-নিলাম। একটি ওয়েবসাইটের মাধ্যমে নিলামে অংশগ্রহণ করতে পারবেন সাধারণ মানুষ। নিলামে ওঠা সামগ্রীগুলির দাম রাখা হয়েছে ১০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে। সূত্রের খবর, নিলামে একটিমাত্র সোনার প্রলেপ দেওয়া সামগ্রী আছে। সেটি একটি রাধা-কৃষ্ণর মূর্তি। ৪.৭৬ কেজি ওজনের এই মূর্তিটি প্রধানমন্ত্রীকে উপহার দেয় সুরাতের মাণ্ডবীনগর পালিকা। এটির দাম রাখা হয়েছে ২০,০০০ টাকা। এছাড়া নিলামে আছে ২.২২ কেজি রুপোর পাত। সেটি মোদিকে উপহার দিয়েছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ সি নরসিংহন। এই রুপোর পাতের দাম ৩০,০০০ টাকা।