মুম্বই: বিখ্যাত চলচ্চিত্র পরিচালক রাজকুমার হীরানির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন ‘সঞ্জু’-র এক সহকারী পরিচালক। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী তাঁর অভিযোগ, গত বছরের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে একাধিকবার যৌন হেনস্থা করেন হীরানি। অভিযোগকারী মহিলা হীরানির চেয়ে ৩০ বছরের ছোট। তিনি কাজ হারানোর ভয়ে মুখ খোলেননি বলে জানিয়েছেন।
ওই মহিলা আরও জানিয়েছেন, তিনি হীরানি, বিধু বিনোদ চোপড়া ও তাঁর স্ত্রী অনুপমা চোপড়া সহ বেশ কয়েকজন সহকর্মীকে ই-মেল করে হেনস্থার কথা জানান। গত বছরের ৯ এপ্রিল নিজের অফিসে প্রথমবার হীরানি তাঁকে হেনস্থা করেন বলে দাবি ওই মহিলার।
অনুপমা জানিয়েছেন, তাঁকে এই ঘটনার কথা জানিয়েছেন ওই মহিলা। এই ঘটনার যাতে বিচার হয়, সেই চেষ্টা করছেন তিনি। হীরানির আইনজীবী আনন্দ দেশাই অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে এই অভিযোগের জেরে অনিল কপূর ও সোনম কপূরের ছবি ‘এক লেড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’-র পোস্টার থেকে প্রযোজক হিসেবে হীরানির নাম বাদ দেওয়া হয়েছে।
রাজকুমার হীরানির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ‘সঞ্জু’-র সহকারী পরিচালকের
Web Desk, ABP Ananda
Updated at:
13 Jan 2019 07:01 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -