শ্রীনগর: ঈদে অশান্তি, রক্ত ঝরল জম্মু ও কাশ্মীরে। সন্ত্রাসবাদীরা পুলওয়ামার কাকাপোরার নরবল গ্রামে বাড়িতে ঢুকে গুলি করে মেরেছে এক মহিলাকে। জনৈক পুলিশ অফিসার জানিয়েছেন, সন্ত্রাসবাদীরা পুলওয়ামার সিঙ্গু-নরবল এলাকায় এক ব্যক্তি ও এক মহিলাকে নিশানা করে গুলি চালায়। মহিলার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। জালালু্দ্দিন বুফানদা নামে আহত ব্যক্তিকে নিকটবর্তী চিকিত্সা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে বিশেষ চিকিত্সার জন্য পাঠানো হয় শ্রীনগরের হাসপাতালে।
নিহত মহিলাকে নিগিনা বানো নামে শনাক্ত করেছে পুলিশ। ২০১৭-য় একই কায়দায় বানোর বাড়ি চড়াও হয়ে তাঁর স্বামী মহম্মদ ইউসুফ লোনকে খতম করেছিল জঙ্গিরা। ঘটনার পরপরই হামলাকারী জঙ্গিদের সন্ধানে তল্লাসি অভিযানে নামে সেনা ও স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) যৌথ দল।
ঘটনাচক্রে উত্তেজনা, আশঙ্কার আবহাওয়ার মধ্যেই বুধবার সীমান্ত রাজ্যে ঈদ পালিত হচ্ছে। পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি জঈশ-ই-মহম্মদ জঙ্গির আত্মঘাতী মানববোমা হামলায় ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যু দিয়ে শুরু। তারপর প্রায়ই সেখানে সন্ত্রাসবাদী হামলা ঘটছে। সবচেয়ে বেশি সক্রিয় জঙ্গি ঘাপটি মেরে আছে সেখানেই।
আজ সকালে ঈদের প্রার্থনার পর শ্রীনগরের নানা জায়গায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। শ্রীনগরের নাওহাট্টায় নাকি মুখোশে মুখঢাকা যুবকরা নিষিদ্ধ জঈশ প্রধান মাসুদ আজহার ও নিগত জঙ্গি কমান্ডার জাকির মুসার সমর্থনে লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ দেখায়। যদিও এ খবরের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। উত্তর কাশ্মীরের সোপোর, দক্ষিণের অনন্তনাগেও দুপক্ষের সংঘর্ষের খবর মিলেছে। নিরাপত্তাবাহিনীকে টার্গেট করে পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা। তবে নিরাপত্তাবাহিনী সংযম দেখিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তার মধ্যেই ঈদগা, মসজিদে মসজিদে মানুষের ঢল নামে ঈদের প্রার্থনা জানাতে। সবচেয়ে বেশি জনসমাগম হয় হজরতবাল মসজিদে। সোনাওয়ার, সৌরা ধর্মস্থানেও বহু মানুষ হাজির হন।
ঈদের সকালে কাশ্মীরে পুলওয়ামায় বাড়ি ঢুকে গুলি করে মহিলাকে হত্যা জঙ্গিদের, জখম ব্যক্তি, ২০১৭য় একই কায়দায় খুন স্বামীকেও
Web Desk, ABP Ananda
Updated at:
05 Jun 2019 01:38 PM (IST)
উত্তেজনা, আশঙ্কার আবহাওয়ার মধ্যেই বুধবার সীমান্ত রাজ্যে ঈদ পালিত হচ্ছে। পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি জঈশ-ই-মহম্মদ জঙ্গির আত্মঘাতী মানববোমা হামলায় ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যু দিয়ে শুরু।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -