১০-এর বেশি মহিলা সাংবাদিক যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন প্রাক্তন সাংবাদিক আকবরের বিরুদ্ধে। বিভিন্ন শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে কাজ করা আকবর ২০১৪-র লোকসভা ভোটের ঠিক আগে বিজেপিতে যোগ দেন। প্রশ্ন উঠেছে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন কিনা। কংগ্রেস সহ বিরোধী দলগুলি তাঁর ইস্তফা চাওয়ার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত দাবি করেছে। বিজেপির কয়েকজন নেতা ইঙ্গিতে বলার চেষ্টা করছেন, আকবরের বিরুদ্ধে যে সব অভিযোগ, সবগুলিই পুরনো, অর্থাৎ বিজেপিতে যোগ দেওয়ার আগে।
তবে দলীয় সূত্রের খবর, দল মনে করছে, আকবরের বিরুদ্ধে যথেষ্ট গুরুতর অভিযোগ রয়েছে, ফলে মন্ত্রী পদে খুব বেশি দিন তিনি নাও থাকতে পারেন। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার কেউ কেউ বলছেন, ওঁর বিরুদ্ধে কোনও মামলা রুজু হয়নি, আর যে সব অভিযোগ উঠেছে, সবই মন্ত্রী হওয়ার বহু আগের, অতএব সে সবও মাথায় রাখতে হবে। এদিকে আকবরের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে অবস্থান স্পষ্ট না করেই কয়েকজন মহিলা মন্ত্রী মি টু অভিযানকে সমর্থন করেছেন। বিজেপি নেতাদের বক্তব্য, আকবরকেই সবার আগে এই সব অভিযোগের জবাব দিতে হবে।
বিজেপি সভাপতি অমিত শাহ অবশ্য গতকাল বলেছেন, দেখতে হবে, এইসব অভিযোগ সত্যি না মিথ্যে। যিনি অভিযোগ করেছেন, তাঁর পোস্টের সত্যতা খতিয়ে দেখতে হবে। আমার নাম ব্যবহার করেও যা ইচ্ছে লেখা সম্ভব।