বেঙ্গালুরু: বেঙ্গালুরুর হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড বিমানবন্দরে ভেঙে পড়ল বায়ুসেনার একটি মিরাজ-২০০০ যুদ্ধবিমান। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দুই পাইলটের একজনও বাঁচেননি।


মৃত দুই পাইলট হলেন স্কয়াড্রন লিডার সমীর আবরোল ও স্কয়াড্রন লিডার সিদ্ধার্থ নেগি। এঁরা কাজ করতেন এয়ারক্র্যাফ্ট অ্যান্ড সিস্টেমস টেস্টিং এস্টাবলিশমেন্টে। জানা গিয়েছে, এঁরা বিমান ছেড়ে বার হওয়ার চেষ্টা করেন কিন্তু তার আগেই বিস্ফোরণে ফেটে পড়ে সেটি, তাঁদের গায়ে আগুন ধরে যায়। একজন ঘটনাস্থলেই মারা যান, অন্যজনকে গুরুতর জখম অবস্থায় কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটিতে আচমকা বিস্ফোরণ হয়, এলাকা ছেয়ে যায় কালো ধোঁয়ায়। দমকল কর্মী ও বিমানবন্দর কর্মীরা তৎক্ষণাৎ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও পাইলটদের বাঁচাতে পারেননি। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।