নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা করার জন্য মিছিল করে তাঁর বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করলেও, সেই অনুমতি পেলেন না শাহিনবাগের আন্দোলনকারীরা। দক্ষিণ-পূর্ব দিল্লির ডিসিপি আর পি মীনা জানান, ‘শাহিনবাগের আন্দোলনকারীরা আমাদের বলেন, তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য মিছিল করবেন। কিন্তু আমরা তাঁদের বলি, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁদের সাক্ষাৎকারের বিষয়টি স্থির হয়নি, তাই তাঁদের মিছিল করার অনুমতি দেওয়া যাবে না। আমরা তাঁদের সঙ্গে কথা বলছি। আশা করি তাঁরা বুঝতে পারবেন।’ পুলিশ সূত্রে খবর, বাধা পেয়ে শাহিনবাগে ফিরে গিয়েছেন আন্দোলনকারীরা। অন্যদিকে, এদিনই দিল্লি পুলিশের ৭৩-তম রেইজিং ডে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষকে রক্ষা করার জন্য দুর্বৃত্তদের কড়া হাতে দমন করতে হবে। তবে একইসঙ্গে প্ররোচনা ও ক্রোধ সত্ত্বেও শান্ত থাকতে হবে। দিল্লি পুলিশ বারবার সর্দার পটেলের পরামর্শ অনুযায়ী উপযুক্ত কাজ করেছে। দেশের অন্যতম সেরা পুলিশবাহিনী দিল্লিতেই আছে। স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, বিভিন্ন  উৎসব ও বিদেশি অতিথিদের সফরের সময় নিরাপত্তাব্যবস্থা অটুট রাখার ক্ষেত্রে সরকারকে সাহায্য করেছে দিল্লি পুলিশ। দায়িত্ব পালন করতে গিয়ে ৩৫ হাজারেরও বেশি পুলিশকর্মী প্রাণ বিসর্জন দিয়েছেন। তবে একইসঙ্গে পুলিশের গঠনমূলক সমালোচনা কাম্য।’ দিল্লি পুলিশের এই অনুষ্ঠানে হাজির ছিলেন দিল্লির উপ রাজ্যপাল অনিল বৈজল, পুদুচেরির উপ রাজ্যপাল কিরণ বেদী, দিল্লির পুলিশ কমিশনার পট্টনায়েক সহ উচ্চপদস্থ কর্তারা। কর্তব্যে বিশেষ দক্ষতার পরিচয় দেওয়া পুলিশকর্মীদের পুরস্কার দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দিল্লিকে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকার ৮৫৭ কোটি টাকা বরাদ্দ করেছে। ১৬৫টি থানা এলাকায় ১০ হাজার সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরও ৯,৩০০ সিসিটিভি ক্যামেরা  লাগানোর  অনুমোদন দেওয়া হয়েছ।