ফেসবুকে এই ভিডিও পোস্ট করেছেন আনন্দ। তিনি একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘দিল্লির চাণক্যপুরী অঞ্চলে মধ্যপ্রদেশ ভবনের একটি ঘরে এই ভিডিও তোলা হয়েছে। গত বছর বিজেপি নেতা নরোত্তম মিশ্রর সঙ্গে আমি যখন দেখা করতে গিয়েছিলাম, তখনই স্পাই ক্যামেরার মাধ্যমে ওই ভিডিও তুলি। এই স্টিং অপারেশনের ভিডিও আসল। যে কোনও সংস্থা তদন্ত করতে পারে। আমার সঙ্গে চার কংগ্রেস বিধায়কের যোগাযোগ আছে। তাঁদের প্রত্যেককে চারটি ভাগে মোট ১০০ কোটি টাকা করে দেওয়া এবং মন্ত্রিত্বের কথা বলা হয়েছে। কমলনাথ সরকার ফেলার জন্য দলীয় শীর্ষনেতৃত্বের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করেন নরোত্তম। কমলনাথের নেতৃত্বে সরকার গঠনের পর থেকেই জনতার রায় টাকা দিয়ে কেনার চেষ্টা শুরু হয়। মানুষের সামনে এই সত্য তুলে ধরার জন্যই আমি এই স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে এনেছি।’
বিজেপি মুখপাত্র উমেশ শর্মা অবশ্য দাবি করেছেন, ‘আনন্দ সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও পোস্ট করেছেন, সেটি ভুয়ো ও বিভ্রান্তিকর। প্রাক্তন মন্ত্রী নরোত্তম মিশ্রর ভাবমূর্তির ক্ষতি করার লক্ষ্যেই ওই ভিডিও প্রকাশ করা হয়েছে। ‘রাজনৈতিক প্রতারণায়’ বিশেষজ্ঞ আনন্দ। তিনি সুবিধাবাদী এবং নির্লজ্জভাবে দর কষাকষিতে দক্ষ।’