নয়াদিল্লি: বিদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ জন ভারতীয়। আজ এমনই জানাল বিদেশমন্ত্রক। লোকসভায় এক প্রশ্নের জবাবে বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন জানিয়েছেন, ‘জাপানে জাহাজে থাকা ১৬ জন ভারতীয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংযুক্ত আরব আমিরশাহীতেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক ভারতীয়। চিন থেকে ৭৬৬ জনকে উদ্ধার করে এনেছে সরকার। তাঁদের মধ্যে ৭২৩ জন ভারতীয় এবং ৪৩ জন বিদেশি। একইভাবে জাপানের ক্রুজ শিপ থেকে ১১৯ জন ভারতীয়কে উদ্ধার করে আনা হয়েছে।’


বিদেশ প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, ‘চিনে দু’টি বিশেষ উড়ান নিয়ে যাওয়ার জন্য ৫.৯৮ কোটি টাকার বিল পাঠিয়েছে এয়ার ইন্ডিয়া। বিমানবাহিনীর বিশেষ উড়ানের মাধ্যমে চিনে ত্রাণ পাঠানো হয়েছে। সেই বিমানটি দেশে ফেরার সময় উহান থেকে ভারতীয়দের নিয়ে এসেছে।’

অন্যদিকে, আজ স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, ‘ইরানে ভারতীয়দের জন্য করোনা ভাইরাস পরীক্ষাগার তৈরি করতে চায় কেন্দ্রীয় সরকার। কিন্তু এখনও পর্যন্ত ইরান সরকার সেই অনুমতি দেয়নি। বর্তমানে ইরানে প্রায় ১,২০০ জন ভারতীয় আছেন। তাঁদের অধিকাংশই পড়ুয়া ও তীর্থযাত্রী। যদি ইরান সরকার অনুমতি দেয়, তাহলে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার আগেই করোনা ভাইরাস হয়েছে কি না সেটা পরীক্ষা করে দেখা হবে। ইরানে পাঠানো হচ্ছে চার বিজ্ঞানীকে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘এখন আমরা ১২টি দেশ থেকে ভারতে আসা যাত্রীদের পরীক্ষা করছি। তবে এবার থেকে সব আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের পরীক্ষা করা হবে। গতকাল পর্যন্ত বিমানবন্দরগুলিতে ৫.৮৯ লক্ষ যাত্রীকে পরীক্ষা করা হয়েছে। বড় ও ছোট সমুদ্রবন্দর মিলিয়ে ১৫ হাজার যাত্রীকে পরীক্ষা করা হয়েছে। নেপাল সীমান্তে ১০ লক্ষ ব্যক্তিকে পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত ভারতে ২৮ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। তাঁদের মধ্যে তিনজন কেরলের, দিল্লি ও তেলঙ্গানার একজন করে, আগরার ৬ জন এবং বাকিরা ভারতে আসা ইতালির নাগরিক ও তাঁদের গাড়ির চালক।’