পটনা: সিবিআই-কলকাতা পুলিশ সংঘাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন বিজেপি-র বিক্ষুব্ধ সাংসদ শত্রুঘ্ন সিনহা। তাঁর ট্যুইট, ‘স্যারজি, কী হচ্ছে? কালিমালিপ্ত, নিন্দিত ও মর্যাদা হারানো সরকারি প্রতিষ্ঠানগুলির মাধ্যমে কেন আপনি আগুন নিয়ে খেলছেন? সেটাও নির্বাচনের আগে। হাওয়াই চপ্পল ও সুতির শাড়ি পরা বাংলার বাঘিনী হিসেবে পরিচিত যে মহিলা পরীক্ষিত জননেত্রী, তাঁকে টার্গেট করে আমরা বিশ্বাসযোগ্যতা হারিয়েছি। আমাদের কোনও কথাই মানুষ মানছে না। এমন কোনও কাজ করবেন না যার প্রতিক্রিয়ায় ভয়ে হাঁটুতে কাঁপুনি ধরে যায়। জয় হিন্দ।’



গত ১৯ জানুয়ারি ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের সমাবেশে যোগ দেন শত্রুঘ্ন। সেই সমাবেশ থেকেও তিনি মোদিকে তোপ দাগেন। ফের মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে আক্রমণ করলেন এই বিজেপি সাংসদ। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি তাঁকে প্রার্থী না করলে অন্য দলে যোগ দিতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।