নয়াদিল্লি: আন্দামানে আজাদ হিন্দ বাহিনীর পতাকা তুলে নেতাজি তার নামকরণ করেছিলেন শহিদ দ্বীপ। আর নিকোবরের নাম স্বরাজ। কিন্তু সেই নামকরণ বাস্তবায়িত হয়নি, আন্দামান-নিকোবরের নাম পাল্টানো হয়নি কখনও। এতদিনে সেই পথে হাঁটতে চলেছে কেন্দ্র। নরেন্দ্র মোদী সরকার জানিয়েছে, আন্দামানের রস আইল্যান্ডের নাম তারা রাখবে নেতাজি সুভাষচন্দ্র বসু, নীল আইল্যান্ডের নাম হবে শহিদ ও হ্যাভলক স্বরাজ।

এই প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আন্দামানে নেতাজির ঐতিহাসিক পদার্পণের ৭৫ বছর উপলক্ষ্যে ৩০ তারিখ প্রধানমন্ত্রী পোর্ট ব্লেয়ার যাচ্ছেন, সেখানেই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করবেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্র ঠিক করেছে, নেতাজির প্রতি শ্রদ্ধাস্বরূপ হ্যাভলক, নীল ও রস আইল্যান্ডের নাম বদলানো হবে। প্রধানমন্ত্রীর আন্দামান সফরের সময় ঘোষিত হবে এই সিদ্ধান্ত।




১৯৪৩-এর ৩০ ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নেতাজি পোর্ট ব্লেয়ারের তৎকালীন জিমখানা গ্রাউন্ড, বা এখনকার নেতাজি স্টেডিয়ামে জাতীয় পতাকা তোলেন। ঘোষণা করেন, এই আন্দামান নিকোবরই ব্রিটিশ শাসনমুক্ত প্রথম ভারতীয় ভূখণ্ড। আজাদ হিন্দ জেনারেল এ ডি লোগানাথনকে গভর্নর নিযুক্ত করেন তিনি। পশ্চিমবঙ্গ বিজেপির সহ সভাপতি ও বসু পরিবারের অন্যতম চন্দ্র কুমার বোস নাম পরিবর্তনের অনুরোধ করে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। এরপরেই কেন্দ্রের এই সিদ্ধান্ত।