নয়াদিল্লি: কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সুরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তিনি মহারাষ্ট্রের সোলাপুর জেলায় এক জনসভায় বলেছেন, ‘রাজ্যের এক কৃষক আমাকে পোকা ধরা লেবুগাছ দেখিয়েছেন। কীটনাশক তৈরির জন্য লেবুগাছ ব্যবহার করা হয়। কিন্তু সেই গাছেই পোকা ধরেছে। ওই কৃষক আমাকে বলেন, জীবনে প্রথমবার তিনি পোকা ধরা লেবুগাছ দেখলেন। আমি তাঁকে বলি, দিন বদলে গিয়েছে। চৌকিদাররাই চোর হয়ে গিয়েছেন।’
রাফাল যুদ্ধবিমান চুক্তি নিয়েও মোদী সরকারকে আক্রমণ করেছেন শিবসেনা প্রধান। তিনি বলেছেন, ‘রাফাল যুদ্ধবিমান নিয়ে অনেক অভিযোগ উঠছে। আমি জানি না সুপ্রিম কোর্ট কীভাবে ক্লিনচিট দিয়েছে। তবে আমি জানি, মোদী সরকার জওয়ানদের বেতন বাড়াতে অস্বীকার করেছে।’ শীঘ্রই মোদীর লোকসভা কেন্দ্র বারাণসী যাবেন বলেও জানিয়েছেন উদ্ধব।
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল নিয়ে বিজেপি-কে আক্রমণ করে শিবসেনা প্রধান বলেছেন, ‘বিজেপি-র নিজেদের বিশ্বসেরা বলে যে ধারণা ছিল, পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলে সেটা চুরমার হয়ে গিয়েছে। মিজোরাম ও তেলঙ্গানার বিধানসভা নির্বাচনের ফল স্পষ্ট বার্তা দিয়েছে, ভোটাররা জাতীয় দলগুলিকে প্রত্যাখ্যান করে আঞ্চলিক দলগুলিকে বেছে নিয়েছেন। ছত্তিসগঢ় বিধানসভা নির্বাচনের ফল বিজেপি-র বিরুদ্ধে কড়া বার্তা। বিজেপি সরকারের উপর বীতশ্রদ্ধ হয়ে উঠেছিলেন মানুষ। সেই কারণেই তাঁরা বিজেপি-কে প্রত্যাখ্যান করেছেন।’
উদ্ধব আরও বলেছেন, ‘রাম মন্দির ও হিন্দুত্ব নিয়ে নিজেদের মতামত স্পষ্ট করা উচিত নীতীশ কুমার ও রামবিলাস পাসোয়ানের।’
‘চৌকিদার চোর’, রাহুলের সুরেই রাফাল নিয়ে মোদীকে তোপ উদ্ধবের, বারাণসী যাওয়ার ঘোষণা
Web Desk, ABP Ananda
Updated at:
24 Dec 2018 09:18 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -