বারিপদা: রাফাল চুক্তি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি  ‘চৌকিদারই চোর’ বলে খোঁচা দিয়েছেন। আজ ওড়িশার বারিপদায় প্রতিরক্ষা দুর্নীতি নিয়ে কংগ্রেসকে পাল্টা আক্রমণ করলেন মোদী। তাঁর তোপ, ‘ইউপিএ আমলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল। এখন সেটা প্রকাশ্যে আসছে বলেই কংগ্রেস নেতাদের যন্ত্রণা হচ্ছে। সেই কারণেই তাঁর যে কোনও মূল্যে চৌকিদারকে পথ থেকে সরিয়ে দিতে চাইছেন। সমাজে হোক বা কারখানায়, চোরেরা সবসময়ই কাজ সহজ করার জন্য চৌকিদারকে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করে। চৌকিদার যতক্ষণ আছে, তাদের পক্ষে কাজ করা সম্ভব নয়। এতেও কংগ্রেস নেতাদের সমস্যা হচ্ছে। কারণ, তাঁদের গোপন বিষয় ফাঁস হয়ে যাচ্ছে।’


অগুস্তা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার দুর্নীতি মামলায় অভিযুক্ত মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মিশেলের বক্তব্য উল্লেখ করে রাহুলকে মোদীর খোঁচা, ‘মধ্যস্থতাকারীর কাছে হয়তো প্রধানমন্ত্রীর চেয়ে বেশি তথ্য ছিল। ওই মধ্যস্থতাকারী প্রতিরক্ষা, নিরাপত্তা ও অস্ত্র সংক্রান্ত তথ্য বিদেশে পাচার করছিল। আমি বুঝতে পারছি না কংগ্রেস সরকার চালাচ্ছিল না ওদের মিশেল মামার দরবার চলছিল। আমি স্পষ্ট করে দিতে চাই, যারা দেশের ক্ষতি করে মধ্যস্থতাকারীদের স্বার্থরক্ষা করছে, বিভিন্ন সংস্থা ও দেশের মানুষ তাদের ভূমিকার তদন্ত করবে। দেশের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকার কঠোর সিদ্ধান্ত নিয়েছে।’