মুম্বই: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আবেদনের ভিত্তিতে পলাতক আর্থিক অপরাধী ঘোষণা করা হল বিজয় মাল্যকে। মাল্যই প্রথম শিল্পপতি যাঁকে গত বছর আগস্টে কার্যকর হওয়া নতুন আইনে পলাতক আর্থিক অপরাধী তকমা দিল মুম্বইয়ের বিশেষ আদালত। মাল্যের বিরুদ্ধে অভিযোগ, তিনি অবৈধ আর্থিক লেনদেন করেছেন, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের নেওয়া কয়েক হাজার কোটি টাকা ঋণ শোধ না করে ২০১৬-র মার্চে ভারত ছেড়ে পালিয়েছেন।
তাঁকে পলাতক ঘোষণা করতে বেআইনি আর্থিক লেনদেন রোধ আইন (পিএমএলএ) কোর্টে আবেদন করেছিল ইডি। পাশাপাশি নতুন আইনের ধারা অনুসারে মাল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ নিয়ে আসা হোক, এই দাবিও করেছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি।
বিশেষ বিচারক এমএস আজমি মাল্য ও ইডির আইনজীবীদের বিস্তারিত বক্তব্য শোনেন। বেআইনি আর্থিক লেনদেন রোধ আইনের ১২ ধারায় মাল্যকে পলাতক আর্থিক অপরাধী ঘোষণা করেন তিনি।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
সম্পত্তি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ আনার আবেদন করেছিল ইডি, নতুন আইনে মাল্যকে পলাতক আর্থিক অপরাধী ঘোষণা করল আদালত
Web Desk, ABP Ananda
Updated at:
05 Jan 2019 04:11 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -