১০ জানুয়ারি কলকাতায় আসছেন মোদি, কর্মসূচি আয়োজনের চেষ্টায় রাজ্য বিজেপি
Web Desk, ABP Ananda | 02 Jan 2020 11:28 AM (IST)
ওইদিন প্রধানমন্ত্রীকে নিয়ে দলীয় কর্মসূচি আয়োজনের চেষ্টা করছে রাজ্য বিজেপি। এর জন্য প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে যোগাযোগ করছে বাংলার বিজেপি নেতৃত্ব।
কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সংঘাতের আবহেই ১০ জানুয়ারি একদিনের জন্য কলকাতায় প্রধানমন্ত্রী। কর্মসূচি আয়োজনের চেষ্টায় রাজ্য বিজেপি। ওই সময় রাজভবনেই থাকবেন মোদি, খবর সূত্রের। ১১ জানুয়ারি, পোর্ট ট্রাস্টের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। ওই দিনই তাঁর দিল্লি ফিরে যাবেন তিনি। সূত্রের খবর, ওইদিন প্রধানমন্ত্রীকে নিয়ে দলীয় কর্মসূচি আয়োজনের চেষ্টা করছে রাজ্য বিজেপি। এর জন্য প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে যোগাযোগ করছে বাংলার বিজেপি নেতৃত্ব।