চেন্নাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গ্রেফতার করা হল তামিল লেখক নেল্লাই কান্ননকে। শনিবার সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া আয়োজিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ সভায় আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী, উপ মুখ্যমন্ত্রী ও পনিরসেলভমেরও সমালোচনা করেন। তাঁকে গ্রেফতারের দাবিতে ধর্নায় বসেন বিজেপি নেতারা। এরপরেই গ্রেফতার করা হল এই লেখককে।
বিজেপি-র অভিযোগ, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে হিংসা ছড়ানোর লক্ষ্যে এই মন্তব্য করেছেন কান্নন। তিনি এই মন্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। কান্ননের বিরুদ্ধে ১৫টি অভিযোগ দায়ের হয়। ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় পুলিশও পৃথকভাবে এফআইআর করে। কান্নন গ্রেফতার হওয়ার পর ট্যুইট করে দলীয় কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সম্পাদক এইচ রাজা।