নয়া দিল্লি ; বেকারত্ব এবং কৃষকদের দূরবস্থা নিয়ে টুইটারে নরেন্দ্র মোদিকে বিঁধলেন রাহুল গাঁধী। বুধবার কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী মোদির শাসনকে “জুমলা রাজা”-র “চৌপাট রাজ” বলে কটাক্ষ করেন। উত্তরপ্রদেশের বেকারত্ব নিয়ে প্রকাশিত একটি সংবাদমাধ্যমের রিপোর্টের উল্লেখ করে রাহুল গাঁধী টুইটে লেখেন, পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত ছাত্র ছাত্রীরাও চতুর্থ শ্রেণীর পদের জন্য আবেদন করতে বাধ্য হচ্ছে। কৃষকেরা ফসলের যোগ্য দাম পাচ্ছেননা, যুবকেরা যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না। এই ভাঁওতাবাজ রাজার রাজত্বে কোনো কর্মীই যোগ্য সন্মান পাবেন না – এইকথা লিখে হিন্দিতে টুইট করেন গাঁধী। ক্ষমতায় আসার আগে মোদি যেসব প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলেন তা পূরণ করতে না পারার জন্য বারবার নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন রাহুল গাঁধী। প্রতি বছর ২ কোটি কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি মোদি দিয়েছিলেন তা পূরণ করতে না পারার জন্য বেকারত্ব ইস্যুতে মোদিকে আক্রমণ করেছেন রাহুল। কৃষকদের ফসলের যোগ্য দাম না পাওয়ার বিষয়টিকেও তুলে ধরেছেন তিনি।