নয়াদিল্লি: ২০১৮য় আর্জেন্তিনার রাজধানীতে সাক্ষাতের পর নতুন বছরে প্রথমবার কথা হল মোদি-ট্রাম্পের। ফোনালাপে উঠে এল দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, অর্থনীতি থেকে সন্ত্রাসবাদ দমনের বিষয়বস্তু। ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক ঘাটতির বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে বলে সূত্রের খবর। গত বছর জাপান, আমেরিকা ও ভারতের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকের উদ্যোগের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি টু প্লাস টু ডায়লগ মেকানিজমের বিষয়টি নিয়েও সন্তোষপ্রকাশ করেছেন ট্রাম্প।


দুই দেশের প্রশাসনিক প্রধান একযোগে সন্ত্রাসবাদী কার্যকলাপ দমন, প্রতিরক্ষার দিকে নজর দেওয়ার বিষয়টিকেও আলোচনায় গুরুত্ব দিয়েছেন। ২০১৯ সালে দুই দেশের কৌশলগত বোঝাপড়া কীভাবে আরও উন্নত করা যায়, তা নিয়ে কথা হয় দুজনের। সেইসঙ্গে আমেরিকা ভারতের সঙ্গে কীভাবে বাণিজ্যিক ঘাটতি আরও কমিয়ে আনবে, তা নিয়েও কথা হয়েছে বলে হোয়াইট হাউস সূত্রে খবর। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে গড়ে তোলার কাজে দুই দেশই যৌথভাবে হাত বাড়িয়ে দেবে বলে কথা দিয়েছে, বলে জানা গেছে।