নয়াদিল্লি: সিবিআই ডিরেক্টর মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল কেন্দ্র। অপসারিত ডিরেক্টর অলোক বর্মাকে তাঁর পদে শীর্ষ আদালত আজ পুনর্বহাল করেছে। তবে আদালত জানিয়ে দিয়েছে, বর্মা তাঁর চেয়ার ফিরে পেলেও কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না। এমনকী কোনও নতুন তদন্ত শুরু করারও এক্তিয়ার রইল না তাঁর। এ মাসের ৩১ তারিখ সিবিআই ডিরেক্টর পদে অলোক বর্মার ২ বছরের মেয়াদ শেষ হচ্ছে।


সিবিআই ডিরেক্টর পদ থেকে ২৩ অক্টোবর অলোক বর্মাকে সরিয়ে দেয় কেন্দ্রীয় সরকার। বর্মা ও সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার মধ্যে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ-পাল্টা অভিযোগের জেরে দুজনকেই ছুটিতে পাঠানো হয়। অলোক বর্মার জায়গায় অন্তর্বর্তীকালীন ডিরেক্টর নিযুক্ত করা হয় নাগেশ্বর রাওকে। এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান বর্মা। আজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপরি এস কে কাউল ও কে এম জোসেফের বেঞ্চ কেন্দ্রের নির্দেশ খারিজ করে তাঁকে পুনর্বহাল করেছে।

বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ জানিয়েছেন, যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি সিবিআই ডিরেক্টর নিয়োগ করে, সেই কমিটি এক সপ্তাহের মধ্যে তাঁর ব্যাপারে আগামী সিদ্ধান্ত নেবে। এই কমিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দল নেতা ও প্রধান বিচারপতি রয়েছেন।

তবে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিটি বর্মার বিরুদ্ধে যেমন তদন্ত করছে, তেমনই করবে। তদন্ত শেষ হওয়া না পর্যন্ত তিনি কোনও বড় নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না।