আমদাবাদ: গভীর রাতে চলন্ত ট্রেনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন গুজরাতের প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক জয়ন্তী ভানুশালী। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ২টো নাগাদ। পুলিশ জানিয়েছে, কচ্ছ জেলার ভুজ থেকে আমদাবাদে ফিরছিলেন ৫৩ বছরের ভানুশালী। ভুজ-দাদর এক্সপ্রেসে সফর করছিলেন তিনি। পথে গাঁধীধাম ও সূরজবাড়ি স্টেশনের মধ্যে তাঁকে গুলি করে হত্যা করা হয় বলে অনুমান।
গত বছর তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় রাজ্য বিজেপির সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ভানুশালী। কিন্তু, অগাস্ট মাসে অভিযোগকারিণী যাবতীয় অভিযোগ প্রত্যাহার করায় মামলা থেকে প্রাক্তন বিধায়ককে অব্যাহতি দেয় গুজরাত হাইকোর্ট। ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত আবদাসা কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি।
মঙ্গলবার সকালে মোরবি স্টেশনে ট্রেন পৌঁছলে তাঁর দেহ উদ্ধার করে ট্রেনে কর্তব্যরত রেল পুলিশ। পরে, তা ময়না তদন্তের জন্য পাঠানো হয়। জেলা পুলিশ সুপার জানান, ভানুশালীকে খুব কাছ থেকে ২টি গুলি করা হয়। হত্যাস্থল থেকে বুলেটের দুটি ফাঁকা খোলও উদ্ধার হয়। সেগুলিকে ফরেন্সিকে পাঠানো হয়েছে।
গুজরাতে চলন্ত ট্রেনে গুলি করে হত্যা প্রাক্তন বিজেপি বিধায়ককে
Web Desk, ABP Ananda
Updated at:
08 Jan 2019 02:54 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -