চিনা প্রেসিডেন্টের ভারত সফর উপলক্ষ্যে মোদি ইংরেজি, তামিল ও মান্দারিন, এই তিন ভাষায় আরেকটি ট্যুইটও করেন এদিন। লেখেন, এটা আনন্দের ব্যাপার যে, তামিলনাড়ু প্রেসিডেন্ট শি জিনপিংকে অভ্যর্থনা করছে। এই অঘোষিত সামিট যেন ভারত, চিনের সম্পর্ক আরও জোরদার করে।
মমল্লাপুরম রওনা হওয়ার আগে বিমানবন্দর থেকে সোজা চেন্নাইয়ের হোটেলে যান শি। ভারতের প্রাচীন সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি চিনের ফুজিয়ান প্রদেশের সঙ্গে যোগসূত্রের সুবাদেই মমল্লাপুরমকে এই সামিটের জন্য বাছাই করা হয়েছে।
এই নিয়ে দ্বিতীয়বার অঘোষিত শীর্ষবৈঠকে বসছেন মোদি ও শি। প্রথমটি হয়েছিল ২০১৮-র এপ্রিলে চিনের ইউহান শহরে, ডোকালামে দুদেশের সেনাবাহিনীর টানা ৭৩দিনের সংঘাতের সমাপ্তির পর।
মমল্লাপুরম বৈঠকের পরিকল্পনা, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অনেক আগেই। তবে তা হতে চলেছে কাশ্মীর ইস্যুতে ভারত, চিন মতভেদের প্রেক্ষাপটে। চিনা প্রেসিডেন্ট পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন। তারপর চিনা শীর্ষনেতা জানিয়ে দেন, বেজিং কাশ্মীরের পরিস্থিতির ওপর নজর রাখছে। পাল্টা তীব্র প্রতিক্রিয়ায় ভারত জানিয়ে দেয়, কাশ্মীরের ঘটনাবলী তার ঘরোয়া ব্যাপার।
এদিকে কংগ্রেস নেতা কপিল সিবল আজ বলেছেন, শি-কে ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৫০০০ কিমি জমি খালি করে দিতে’ বলে নিজের ‘৫৬ ইঞ্চি’ ছাতির জোর দেখান মোদি। ভারতে ৫জি পরিষেবার জন্য চিনা সংস্থা হুয়াওয়েইয়ের জায়গা হবে না বলেও জানিয়ে দেন তিনি। সিবল ট্যুইট করেন, শি জিনপিং ইমরান খানকে ৩৭০ অনু্চ্ছেদের ব্যাপারে সমর্থন করেছেন, মোদিজি মমল্লাপুরমে তাঁর চোখের দিকে তাকিয়ে বলুন, চিন কারাকোরামে পাক অধিকৃত কাশ্মীরের যে ৫ হাজার কিমি জমি দখল করে আছে, তা ফাঁকা করুন। ৫ জি-র জন্য ভারতে চলবে না হুয়াওয়েই। ৫৬ ইঞ্চি ছাতি দেখান!