বুলধানা (মহারাষ্ট্র): কাশ্মীর আমাদের ঘরোয়া ব্যাপার। তাঁর এ নিয়ে হস্তক্ষেপের প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এটা বলে দিয়েছেন। মহারাষ্ট্রের বুলধানায় নির্বাচনী জনসভায় খোলসা করলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কাশ্মীরে কোনও ধরনের হস্তক্ষেপই সহ্য করা হবে না, বহু বছর ধরে এটাই আমাদের ধারাবাহিক অবস্থান। কোনও দেশ, মার্কিন প্রেসিডেন্ট বা অন্য যে কেউ কাশ্মীর নিয়ে কিছু বলতে চাইলেই আমরা বলেছি, এটা আমাদের অভ্যন্তরীণ ইস্যু। প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে বলে এসেছেন, কাশ্মীর আমাদের নিজেদের ব্যাপার, আপনার হস্তক্ষেপের দরকার নেই। প্রসঙ্গত, সম্প্রতি ট্রাম্প কাশ্মীর নিয়ে ভারত, পাকিস্তানের মধ্যে সালিসির প্রস্তাব দিয়েছেন। তিনদিনের রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশন শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন, সালিসি বা মধ্যস্থতা, যেভাবেই হোক, যা পারি, করব, এই অফার দিয়েছি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি ভাষণে আরও বলেন, কংগ্রেস, এনসিপি জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বিরোধিতা করেছে এবং মহারাষ্ট্র নির্বাচনে ভোটারদের অবশ্যই কাশ্মীর প্রশ্নে ওদের অবস্থানের ব্যাপারে প্রশ্ন করা উচিত। দুই বিরোধী দলকে আক্রমণ করে তিনি বলেন, বিজেপির কাছে সবসময় অগ্রাধিকার পায় দেশ। আমরা আদর্শ-ভিত্তিক দল, কংগ্রেস-এনসিপির মতো পরিবারকেন্দ্রিক দল নই, যারা ভোটব্যাঙ্কের রাজনীতি করে।
কাশ্মীরের ভারতে মিশে যাওয়ার পথে ৩৭০ অনুচ্ছেদই সবচেয়ে বড় বাধা বলে উল্লেখ করেন তিনি, নরেন্দ্র মোদি বাদে আর কোনও প্রধানমন্ত্রীর তা বাতিলের সাহস হয়নি বলেও দাবি করেন অমিত। আরও বলেন, কংগ্রেসের গুলাম নবি আজাদ সংসদে ৩৭০ ধারা বাতিল হলে কাশ্মীরে রক্তগঙ্গা বইবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু আমি আপনাদের জানাতে চাই, ৩৭০ প্রত্যাহারের পর এক ফোঁটা রক্তপাতও সেখানে হয়নি।
গত ৫ আগস্ট মোদি সরকার ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার ও তাকে দুটি কেন্দ্রশাসিত এলাকায় ভেঙে দুটুকরো করার সিদ্ধান্ত নেয়।
প্রসঙ্গত, মহারাষ্ট্রে ভোটগ্রহণ ২১ অক্টোবর। বিজেপি লড়ছে শিবসেনাকে সঙ্গে নিয়ে। কংগ্রেসের সঙ্গী এনসিপি।