লখনউ: পাকিস্তানের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশজুড়ে বিজেপি কর্মীদের সঙ্গে আলোচনার তীব্র সমালোচনা করল বহুজন সমাজ পার্টি ও সমাজবাদী পার্টি। বসপা নেত্রী মায়াবতীর দাবি, এই ভিডিও কনফারেন্স হাস্যকর ও জাতীয় আবেগের প্রতি বিশ্বাসঘাতকতা। জোটসঙ্গী মায়াবতীর সুরেই মোদির সমালোচনা করেছেন সপা প্রধান অখিলেশ যাদব।



আজ মোদির উদ্দেশে তোপ দেগে মায়াবতী ট্যুইট করেন, ‘ভারত যখন যুদ্ধের মতো প্রতিকূল অবস্থার মোকাবিলা করছে এবং দেশের বলিষ্ঠ নেতৃত্ব দরকার, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় নিরাপত্তার দিকে নজর না দিয়ে বিজেপি কর্মীদের উদ্দেশে বক্তৃতা দিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছেন। এটা যেমন হাস্যকর, তেমনই জাতীয় আবেগের প্রতি বিশ্বাসঘাতকতা।’



মায়াবতী ট্যুইটে আরও লেখেন, ‘গতকাল ভারতীয় বাহিনী পাকিস্তানের হামলা বানচাল করে দিয়েছে। এটা বড় স্বস্তির খবর। কিন্তু একজন ভারতীয় পাইলট পাকিস্তানের হেফাজতে রয়েছেন। এটা গভীর উদ্বেগের বিষয়। তাঁকে নিরাপদে দেশে ফেরানোর চেষ্টা করা উচিত ভারতের। তাহলেই দেশ স্বস্তি পাবে।’



মোদির সমালোচনা করে অখিলেশের ট্যুইট, ‘যখন সারা দেশ ভারতীয় হিসেবে রাজনীতির উর্ধ্বে উঠে সরকারের পাশে দাঁড়াচ্ছে, তখন বিজেপি বুথস্তরের কর্মীদের সঙ্গে যোগাযোগের রেকর্ড গড়ছে। বিজেপি সমর্থকরাও এতে লজ্জিত। পরিস্থিতি খুব খারাপ হতে পারে, কিন্তু স্যুটেড-বুটেড বিজেপি উৎসব চালিয়ে যাচ্ছে।’