নয়াদিল্লি: জোটবদ্ধ হয়ে লড়বে দেশ। জিতবেও ঐক্যবদ্ধ হয়েই। বিশ্বের 'বৃহত্তম ভিডিয়ো কনফারেন্সে' এক কোটি বিজেপি কর্মী সমর্থকের কাছে এই বার্তাই পৌঁছে দিলেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এল ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাকও। তিনি এদিন ভিডিও বার্তায় বলেন, “কিছু মানুষ তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে চাইছে। সে কারণেই কোনও শক্তিশালী সরকার তারা চায় না। বিজেপি কর্মীদেরকে বলছি, শক্তিশালী সরকারের প্রয়োজনীয়তা মানুষকে বোঝানোর চেষ্টা করুন।” একইসঙ্গে তিনি বলেন, ভারত ঐক্যবদ্ধ হয়েই লড়বে, কাজ করবে এবং জিতবেও। ভারতের এই উন্নয়নের পথে কেউ প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না।


ভিডিও কনফারেন্সে মোদির ভাষণে উঠে আসে ভারত-পাকিস্তান, দুই দেশের উত্তপ্ত পরিস্থিতির কথাও। দেশের নিরাপত্তাবাহিনীর মনোবলে আঘাত হানার মতো কিছু করা হবে না, তা সুনিশ্চিত করার কথা বলেন তিনি। বৃহস্পতিবার দেশের ১৫ হাজার জায়গা থেকে যে ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়েছিল, সেখানে তিনি আরও বলেন, “শত্রুরা চাইছে দেশের উন্নতি আটকে দিতে। আর সে কারণেই অনবরত সন্ত্রাস ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা দমে যাব না। লড়ব এবং জিতব।”


এখানেই শেষ নয়। কার্যত লোকসভা ভোটের দামামা বাজিয়ে মোদি বলেন, প্রয়োজন পূর্ণ করতেই ২০১৪ সালে রায় দিয়েছিল দেশ। এবার ২০১৯ লোকসভায় দেশ রায় দেবে আকাঙ্খা পূরণের জন্য।