নয়াদিল্লি: ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার গতকাল রবিবার তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। আর তা দেখে তাঁর ফলোয়ারদের অনেকেই হাসি চাপতে পারছেন না। আসলে ছবিতে দুই পুলিশ কর্মীর মাঝে একজনকে দেখা গিয়েছে। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। এক ঝলকে ছবিতে মজার কিছু নজরে নাও পড়তে পারে। কিন্তু ভালো করে দেখলে বোঝা যাবে ধৃতের টি-শার্টে লেখা স্লোগানই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মুখে হাসি ফোটাচ্ছে।

টি-শার্টে লেখা রয়েছে 'সহি পকড়ে হ্যায়' অর্থাত্ ঠিক ধরেছ। ওই ব্যক্তি যে পরিস্থিতির মধ্যে পড়েছে, তার নিরিখে স্লোগানটি যেন বিদ্রুপাত্মক হয়ে উঠেছে।




ছবি শেয়ার করে কাইফ লিখেছেন, এমনও হয়! সঙ্গে হ্যাশট্যাগ সানডেফানডে।

কাইফের এই পোস্টে প্রায় ২৮ হাজার লাইক পড়েছে। সঙ্গে প্রচুর কমেন্ট, যার বেশিরভাগেই রয়েছ হাসির ইমোজি।

জানা গেছে, ছবির ওই দুই পুলিশ কর্মী মুজফরনগরের। বেটিংয়ের অভিযোগ পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। অক্টোবরের শেষ সপ্তাহে সিসাউলিতে ভুরান কালান থানার বাইরে তোলা এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।