নয়াদিল্লি:  চলতি বছরে দেশে বর্ষা ‘মোটামুটি স্বাভাবিক’ হবে। এমনই পূর্বাভাস দিয়েছে নয়াদিল্লি আবহাওয়া দফতর (আইএমডি)। আবহাওয়ার ক্ষেত্রে এল নিনোর প্রভাবের ঝুঁকি থাকলেও বর্ষা মোটামুটি স্বাভাবিক হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি।

আইএমডি-র এক পদস্থ আধিকারিক বলেছেন, এবার দীর্ঘকালীন মেয়াদের গড় (লং পিরিয়ড অ্যাভারেজ বা এলপিএ)-র ৯৬ শতাংশ বৃষ্টি হতে পারে।

সাম্প্রতিক আন্তর্জাতিক পূর্বাভাস অনুযায়ী,  নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে দুর্বল এল নিনো গড়ে উঠেছে। এই অবস্থা গ্রীষ্মেও বজায় থাকবে। যদিও আইএমডি-র আধিকারিকরা বলছেন, গ্রীষ্মের পর এই পরিস্থিতি দুর্বল হতে পারে।

এলপিএ হল ১৯৫১ থেকে ২০০০ সাল পর্যন্ত বৃষ্টিপাতের গড়। ওই গড় ৮৯ মিলিমিটার। এলপিএ-র ৯০ থেকে ৯৬ শতাংশ বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম পর্যায়ে পড়ে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের কৃষিক্ষেত্রের জন্য প্রয়োজনীয় জলের অর্ধেকের বেশি যোগান দেয়, যা আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।