সুপ্রিয়া নামে কেরলের নিম্ন মধ্যবিত্ত পরিবারের ওই মহিলা হয়তো ভাবতেও পারেননি এমন মানবিক ব্যবহার তাঁকে একটি নতুন বাড়ি পাইয়ে দেবে। এমন স্বপ্ন বাস্তবায়িত হওয়ার ঘটনাটি ঘটেছে তাঁর জীবনে। সুপ্রিয়ার মানবিক আচরণে অভিভূত হয়ে তাঁকে শুভেচ্ছা জানান আলুক্কাস গ্রুপের চেয়ারম্যান জয় আলুক্কাস। পরে তিনি নিজে সুপ্রিয়ার ভাড়া বাড়ি গিয়ে তাঁর ও তাঁর পরিবারের সকলের সঙ্গে দেখা করে আসেন।
আলুক্কাস গ্রুপে সেলসওম্যান হিসেবে কাজ করেন সুপ্রিয়া। জয় তাঁকে ত্রিশূরে কোম্পানির হেড অফিসে এসে দেখা করতে বলেন। জানান, সেখানে তাঁর জন্য একটি চমক অপেক্ষা করছে। হেড অফিসে তাঁর জন্য যা অপেক্ষা করছিল তা স্বপ্নেও ভাবতে পারেনি সুপ্রিয়া। সেখানে তাঁকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয় সংস্থার পক্ষ থেকে। আর তাঁকে উপহার দেওয়া হয় একটি নতুন বাড়ি। গত তিন বছর ধরে সংস্থাটিতে কাজ করছেন তিনি। বাড়িতে দুই ছেলে-মেয়ে। স্বামী এক বেসরকারি সংস্থায় সাধারণ পদে কাজ করেন। একটু টানাটানিরই সংসার। সংস্থার মালিক এবং তাঁর স্ত্রী-র ব্যবহারে চোখে জল এসে গিয়েছে সুপ্রিয়ার। জয় অবশ্য বলছেন এই পৃথিবী থেকে যখন দয়া-মায়া শুকিয়ে আসছে ক্রমেই তখন এমন দয়াশীলাকে স্বীকৃতি দেওয়া প্রয়োজন।