ক্যাপশনে নন্দা লিখেছেন, 'মাতৃস্নেহই তাদের সেরা কম্যান্ডো করে তোলে'।
সন্তানকে যে কোনও মূল্য সুরক্ষা দিতে সর্বদা প্রস্তুত থাকেন মা। এজন্য নিজেদের জীবন বিপন্ন করতেও দ্বিধা নেই। মাতৃস্নেহের এই চিরন্তন নিদর্শন আপ্লুত করে তুলেছে নেটিজেনদের।
ভিডিওতে দেখা যাচ্ছে, কুয়োর মধ্যে পড়ে গিয়ে ছটফট করছে একটি বাঁদর ছানা। দেওয়াল বেয়ে ওঠার চেষ্টা করছে। কিন্তু কাজটা তার কাছে সহজ নয়। বিপদে পড়ে বাঁদর ছানাটিকে অসহায়ভাবে সাহায্যের অপেক্ষা করতে দেখা যাচ্ছে। কয়েক সেকেন্ড পরেই চলে আসে তার মা। কুয়োর দেওয়ার বেয়ে শাবকে উদ্ধার করে নেমে আসে বাঁদরটি। শেষপর্যন্ত শাবককে ধরে ফেলে পিঠে চাপিয়ে দেওয়াল বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে বাঁদরটি। শেষপর্যন্ত সাফল্য। কুয়োর ওপরে উঠে আসার পর শাবককে জড়িয়ে ধরে আদর করে বাঁদরটি।
এই ভিডিওটি নেটিজেনদের নজর কেড়ে নিয়েছে। তাঁরা বাঁদরের এই প্রচেষ্টার প্রশংসায় পঞ্চমুখ। ভিডিওটি ইতিমধ্যেই প্রায় লক্ষাধিক ভিউ হয়েছে।