কলকাতা : আজ জন্মদিন মাদার টেরেজার। ভারতরত্ন এবং নোবেল বিজয়ী মাদার টেরেজাকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি আমরা। নানা সময়ে পৃথিবীর নানা প্রান্তে ছুটে গিয়েছেন মানুষের সেবা করতে। দেখতে দেখতে কখন মানুষের কাছে 'মাদার' বা মা হয়ে উঠেছেন তিনি। ১৯৯৮ সালে এক উপজাতি মহিলাকে দুরারোগ্য রোগের হাত থেকে বাঁচিয়ে তোলায় ২০০৩-এ মাদার টেরেজার এই আলৌকিক ক্ষমতার প্রথম স্বীকৃতি দেন তৎকালীন পোপ দ্বিতীয় জন পল। একইভাবে ২০০৮ সালে দুরারোগ্য মস্তিষ্কের অসুখে আক্রান্ত মৃতপ্রায় এক ব্রাজিলিয়ানকে ব্যক্তিকে সারিয়ে তুলেছিলেন মাদার। ২০১৫ সালে এই ঘটনাটিকেও স্বীকৃতি দেন পোপ ফ্রান্সিস। প্রয়াত হওয়ার ১৯ বছর পরে সন্ত ঘোষণা করা হয় মাদার টেরেজাকে। আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তে সিলমোহর দেন পোপ ফ্রান্সিস।


২০১৬ সালের সেপ্টেম্বরে ভ্যাটিকান সিটিতে এক অনুষ্ঠানে সন্ত মর্যাদা জানানো হয় মাদার টেরেজাকে। ক্যাথলিকদের ধর্মবিশ্বাস অনুযায়ী, কর্মসূত্রে কেউ সন্ত হতে পারেন না। ঐশ্বরিক ক্ষমতার বলেই সন্ত হওয়া যায়। কারও অলৌকিক ক্ষমতার প্রয়োগে সাফল্যের অন্তত দু’টি ঘটনাকে পোপ স্বীকৃতি দিলে, মৃত্যুর পর তিনি সন্তের স্বীকৃতি পান। জীবনের পঁয়তাল্লিশটা বছর মাদার টেরেজা সঁপে দিয়েছিলেন অসহায় মানুষের সেবার। নিজের হাতে গড়ে তুলেছিলেন মিশনারিজ অফ চ্যারিটি।


মাদার টেরেজা সারা জগতে অনেক খ্যাতি পেয়েছেন নিজের কষ্টসাধ্য চেষ্টার কারণে। তবে পথটা এতটাও মসৃণ ছিল না যতটা না শুনতে মনে হচ্ছে। অসহায়দের নিয়ে চলাফেরার সঙ্গে তাঁর নিজের মধ্যেও অনেক উপলব্ধি এসেছিল যা তাঁর নানা উক্তির মাধ্যমেই প্রকাশ পেয়েছে।


আজ তাই মাদার টেরেজার জন্মদিনে জেনে নিন তাঁর কিছু উক্তি-
১. যদি তুমি একশো মানুষকে সাহায্য করতে সক্ষম না হও, তাহলে অন্তত একজনকে সাহায্য করো।
২. কারও নেতৃত্বের অপেক্ষা না করে নিজে থেকেই যে কোনও উদ্যোগ নেওয়া উচিত।
৩. শান্তির শুরুই হয় একচিলতে হাসি থেকে।
৪. যদি তুমি কোনও মানুষকে বিচার করতে যাও, তাহলে তোমার কাছে সেই মানুষের প্রতি কোনও ভালোবাসারই সময় থাকবে না।
৫. আমরা কেউই শুরুতেই কোনও বৃহৎ কাজ করে ফেলতে পারব না। কিন্তু ভালবাসা দিয়ে ছোট ছোট অনেক ভাল কাজ করে ফেলতে পারব। 
৬. অস্ত্র দিয়ে কখনওই শান্তিতে আসে না। শান্তি আসে ভালবাসা এবং সহানুভূতির হাত ধরে।
৭. দারিদ্র্য টাকা-পয়সা দিয়ে বিচার করা যায় না। একাকিত্ব এবং প্রিয়জনের ভালবাসার অনুভূতি না পাওয়াই সবথেকে বড় দারিদ্র্য।