কলকাতা: আজ মাদার্স ডে, মায়েদের দিন। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার গোটা বিশ্বের অধিকাংশ দেশ জুড়ে পালিত হয় মাদার্স ডে। চলতি বছরে ১০ মে অর্থাৎ আজ পড়েছে মাদার্স ডে। তবে এক এক দেশে মাদার্স ডে পালিত হয় এক একরকম দিনে। তবে ভারত-সহ অনেক দেশেই মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় দিনটি। মাকে ভালোবাসার জন্য কোনও বিশেষ দিন হয় না, তবুও সমস্ত মায়েদের সম্মান জানাতে ধার্য করা হয়েছে এই দিনটি।
মাদার্স ডে-র প্রচলন হয়েছিল আমেরিকায়। মার্কিন সমাজকর্মী আনা জার্বিস তাঁর মাকে ভীষণ ভালবাসতেন। আজীবন অবিবাহিত ছিলেন আনা। মায়ের মৃত্যুর পর তিনি মাদার্স ডে-র প্রচলন করেন। তারপর থেকে বিভিন্ন দেশে শুরু হয় মাদার্স ডে।
১৯০৮ সালে মায়ের মৃত্যুর পর স্মৃতি সৌধ তৈরি করেন আনা। গ্র্যাফটন চার্চে রয়েছে সেই স্মৃতি সৌধ। আনার মায়ের ইচ্ছা ছিল এমন একটি দিন থাকবে যেই দিনটা ধার্য হবে কেবলমাত্র মায়েদের জন্য। মায়ের মৃত্যুর পর মায়ের সেই ইচ্ছাই পূরণ করেন আনা। ১৯১১ সালে আনার মাদার্স ডে পালনের আবেদন অনুমতি পায়।
১৯১৪ সালের ৯ মে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন আইন প্রনয়ণ করেন যে, প্রত্যেক বছর মে মাসের দ্বিতীয় রবিবার মাদার্স ডে পালিত হবে। সেই থেকে বিশ্বের বেশিরভাগ দেশে মে মাসের দ্বিতীয় রবিবার দিনটি উদযাপিত হয়।
ইংল্যান্ডে মাদার্স ডে পালিত হয় মে মাসের চতুর্থ রবিবার। আয়ারল্যান্ডে মাদার্স ডে পালিত হয় ১৫ এপ্রিল। কেন মাদার্স ডে পালন করা হয়? মাকে ভালবাসার বা উপহার দেওয়ার কোনও বিশেষ দিন হয় না। বছরের প্রত্যেক দিনই মা-কে একইভাবে ভালবাসা যায়, শ্রদ্ধা করা যায়। তবু এই দিনটি মায়েদের সম্মান জানানোর জন্যই চিহ্নিত হয়ে রয়েছে।
মার্দাস ডে পালন করছেন? এর পিছনের গল্পটা জানেন কী?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 May 2020 11:09 AM (IST)
আজ মাদার্স ডে, মায়েদের দিন। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার গোটা বিশ্বের অধিকাংশ দেশ জুড়ে পালিত হয় মাদার্স ডে। চলতি বছরে ১০ মে অর্থাৎ আজ পড়েছে মাদার্স ডে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -