নয়াদিল্লি : পুরনো সেই তর্ক-বিতর্ক গড়াতে পারে বহুদূর, মায়েদের জন্য কোনও দিন কি আলাদা করা সম্ভব! সবদিনই তো মা এবং মাতৃস্থানীয়রা আমাদের আষ্টেপৃষ্ঠে ঘিরে-বেঁধে রাখেন। এগিয়ে যেতে সাহায্য করেন। তাই আলাদা দিন পালন কারোর কারোর কাছে বাতুলতা। তবে রয়েছে পাল্টা যুক্তিও। অনেকেই মনে করেন বিশেষ কোনও দিন বাড়তি উৎসাহ-উদ্দীপ্পনায় পালন করলে ক্ষতি কি! বিশেষ করে যখন এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সকলকে।
তবে ৯ মে নয় কিন্তু। মে মাসের দ্বিতীয় রবিবার পোশাকিভাবে মাতৃদিবস পালন করা হয় ভারতে। আর আজকের সেই দিনটিকে স্পেশাল করে রাখতে গুগলও তাদের শ্রদ্ধার্ঘ্য জানিয়েছে। গুগল ডুডলে মায়েদের উপহার দেওয়ার প্রতীকী এক ইলাস্ট্রেশন দেওয়া হয়েছে। প্রখ্যাত ইলাস্ট্রেটর ওলিভিয়া হোয়েন যেটি বানিয়েছেন। যে ডুডলে দেখা যাচ্ছে, বিশেষ ভালোবাসার মোড়া এক বার্তা আজকের বিশেষ দিনে দেওয়া হয়েছে মায়েদের জন্য।
এমনিতেই বিশেষ দিনগুলিকে স্মরণীয় করে রাখতে গুগল তাদের ডুডলের মাধ্যমে বিশেষ সম্মান-শ্রদ্ধা জানিয়ে থাকে। তাই ভারতে পালিত মাদার্স ডে-র দিনে এই বিশেষ ডুডলও বেশ মনে ধরেছে নেট নাগরিকদের।
এদ্কে, জানিয়ে রাখা ভালো, আজ ভারতে মাদার্স ডে পালিত হলেও গোটা বিশ্বে কিন্তু মোটেই আজকের দিনটা মাতৃদিবস হিসেবে পালিত হয় না। বেশ কিছু দেশ অবশ্য আজকের দিনটিকেই বেছে নিয়েছে মাতৃদিবস হিসেবে। সঙ্গে আবার ভিন্ন পথ ধরা দেশের সংখ্যাও কম নয়।
আধুনিক বিশ্বজুড়ে মাদার্স ডের-র প্রচলন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। ১৯০৮ সালে আনা জারভিস তাঁর মায়ের জন্য প্রথম এই দিনটিকে মাতৃদিবস হিসেবে পালন করেছিলেন। আনার মা প্রয়াত হওয়ার পর পশ্চিম ভার্জিনিয়ার সেন্ট অ্যান্ড্রুস চার্চে গড়ে তোলা হয়েছে মাতৃদিবসের জন্য বিশেষ সৌধ।
এদিকে, ব্রিটেনে যেমন মাদার্স ডে পালন করা হয় মার্চের চতুর্থ রবিবার। মাদার চার্চের স্মৃতিতে যে বিশেষ দিনটিতে মাতৃদিবস হিসেবে পালনের দস্তুর বেছে নিয়েছে সেখানকার বাসিন্দারা। আবার গ্রিস মাতৃদিবস পালন করে ২ ফেব্রুয়ারিতে। ইস্টার্ন অর্থডস্করা যিশুর জন্মের সঙ্গে যোগসূত্রের ভিত্তিতে মাদার্স ডে পালন করেন সেদিন।