লখনউ: করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত  রুখতে উত্তরপ্রদেশে আরও একবার বাড়ানো হল লকডাউনের মেয়াদ। 'করোনা কার্ফু' ১৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।  এর আগে ১০ মে সকাল সাতটা পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব নভনীত সেহগাল জানিয়েছেন, রাজ্যে করোনা কার্ফু ১৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।


উল্লেখ্য, উত্তরপ্রদেশে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের করোনা টিকা করণেপ লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চলছে। সোমবার রাজ্যে ১৭ নগর নিগম ও নয়ডা এই বয়সের লোকজনদের করোনা টিকা করণ হবে। এখনও পর্যন্ত উত্তরপ্রদেশের সাত জেলায় ১ মে থেকে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। সোমবার থেকে এই অভিযানে যুক্ত হচ্ছে আরও ১১ টি জেলা। 


১ মে থেকে লখনউ, বারাণসী, কানপুর, প্রয়াগরাজ, মেরঠ, গোরক্ষপুর ও বরেলিতে ১৮ থেকে ৪৪ বছর বয়সের লোকজনদের টিকা করণ হচ্ছে। এবার ১০ মে থেকে গাজিয়াবাদ, ফিরোজাবাদ, শাহজাহানপুর, মথুরা, সহারানপুর, মুরাদাবাদ, আগ্রা, ঝাঁসি, অযোধ্যা ও নয়ডায় এই পর্বের টিকাকরণ শুরু হবে। এই সমস্ত জেলাগুলিই সোমবার থেকে শনিবার পর্যন্ত করোনা টিকাকরণের প্রস্তুতি নিয়েছে। 


উল্লেখ্য, সারা দেশের মতো উত্তরপ্রদেশেও করোনার দাপট অব্যাহত। শনিবার নতুন আক্রান্তের সংখ্যা ছিল ২৬,৮৪৭। মৃত্যু হয়েছে ২৯৮ জনের। সবমিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪,৮০,৩১৫। রাজ্যে মৃতের সংখ্যা ১৫,১৭০। উত্তরপ্রদেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২,৪৫,৭৩৬। গত ২৪ ঘণ্টায় ৩৪,৭২১ রোগী করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। সবমিলিয়ে রাজ্যে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১২,১৯,৪০৯ জন।


করোনা কার্ফুর এই পর্বে ছাড় থাকছে অত্যাবশ্যক ও চিকিৎসা সংক্রান্ত পরিষেবায়। সমস্ত দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে বেসরকারি  ও সরকারি অফিস। বিয়ের অনুষ্ঠানে সর্বধিক ১০০ জন ও বন্ধ এলাকায় সর্বাধিক ৫০ জন থাকতে পারবে। শেষকৃত্যে ২০ জনের বেশি থাকতে পারবে না। রেস্তোরাঁ, বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম বন্ধই থাকবে। স্কুল ও কলেজের মতো শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে।