লখনউ: রোজ সকালে গোমূত্র পান করলে করোনা কেন, করোনার থেকে বড় মহামারীও ক্ষতি করতে পারবে না। এমনই আজব পরামর্শ উত্তর প্রদেশের বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহের। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিশেষজ্ঞরা কোনও ধরনের বৈজ্ঞানিক ভিত্তি ছাড়াই এ ধরনের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের দাপটে সারা দেশজুড়ে ত্রাহি ত্রাহি রব উঠেছে। এরমধ্যে গোমূত্র পানের নিদান হাঁকলেন সুরেন্দ্র সিংহ। এই পরামর্শ দিতে গিয়ে সুরেন্দ্র তাঁর গোমূত্র পানের ভিডিও-ও শেয়ার করেছেন।
তাঁর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে তিনি আবার দেখিয়েছেন, ঠিক কীভাবে গোমূত্র পান করতে হবে। লোকজনকে গোমূত্র পানের আবেদন জানিয়ে গোমূত্র পান করেন তিনি।
সুরেন্দ্রর দাবি, গোমূত্রের মাধ্যমে কোভিড-১০ সংক্রমণের প্রসার রোধ করা যেতে পারে। সুরেন্দ্র বলেছেন, মানুষের জন্য দিনে ১৮ ঘণ্টা কাজ করেন তিনি। এ সত্ত্বেও তাঁর সুস্বাস্থ্যের গোপন চাবিকাঠি হল গোমূত্র।
গোমূত্র কীভাবে পান করা যেতে পারে, সে কথাও ফলাও করে জানিয়েছেন সুরেন্দ্র। তিনি বলেছেন যে, রোজ সকালে খালি পেটে গোমূত্র পান করতে হবে। এক গ্লাস জলে দু-তিন কাপ গোমূত্র মিশিয়ে গিলে ফেলতে হবে। এরপর আধ ঘণ্টা কোনও কিছু খাওয়া যাবে না।
গোমূত্রে তাঁর আস্থার কথা জানিয়ে তিনি এই আজব পরামর্শ দিয়েছেন। তাঁর দাবি, করোনা তো দূর, গোমূত্র পান করলে এর চেয়ে বড় অতিমারীতেও কোনও ক্ষতি হবে না।
সুরেন্দ্র এর আগেও নানা ধরনের মন্তব্যের মাধ্যমে বিতর্কে জড়িয়েছেন। এবার করোনার মতো গুরুতর অতিমারী সম্পর্কে তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা এ ধরনের বৈজ্ঞানিক ভিত্তিহীন কথাবার্তায় কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন।
এর আগেও কেউ কেউ কাদামাটি মাখা, ভাবীজী পাঁপড়কে করোনার দাওয়াই বলে হেঁকেছিলেন। তাঁদের সেই সব কথাবার্তা নিয়েও বেশ বিতর্ক দানা বেঁধেছিল। এবার সেই তালিকায় যোগ হল সুরেন্দ্রর নামও।
বিস্তারিত আসছে..