নয়াদিল্লি:  সম্প্রতি লঞ্চ হওয়া মোটোরোলা ওয়ান ফিউশন প্লাস ফোনটি ভারতে বিপুল সাড়া ফেলেছে। ফ্লিপকার্ট কিছুদিন আগে এটি ছাড়-এ দেওয়া সময় তা দ্রুত আউট অফ স্টক হয়ে যায়। সেই কারণেই আজ আবার এই ফোন ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ছাড়ের সুযোগ সমেত। ফোনটির পপ-আপ ক্যামেরা-এর জনপ্রিয়তার অন্যতম কারণ। আগের দফায় ফ্লিপকার্টে এটি ১৬ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছিল। কিন্তু এখন ৫০০ টাকা দাম বেড়ে হয়েছে ১৭ হাজার ৪৯৯ টাকা। এটি ৬জিবি প্লাস ১২ জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।

মোটোরোলা ওয়ান ফিউশন প্লাস ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭৩০ প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম। এর পারফরম্যান্স যথেষ্টই প্রশংসিত হয়েছে ইতিমধ্যেই। এতে গুগল অ্যাসিস্টান্ট বাটনও দেওয়া আছে।

৫ হাজার এমএএইচ ব্যাটারি, দ্রুত চার্জিংয়ের ব্যবস্থা, ৪জি ভোল্ট কানেকটিভিটি, ব্লু টুথ ভার্সান ৫.০, ওয়াই ফাই, জিপিএস, ৩.৫৫ এমএম হেলফোন জ্যাক, ডুয়াল সিল এবং ইউএসবি টাইপ সি প্রভৃতি ফিচার সমেত ফোনটির ওজন মাত্র ২১০ গ্রাম।

ফোটোগ্রাফির সুবিধার জন্য এতে দেওয়া রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরযুক্ত রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া রয়েছে সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেলের পপ আপ ফ্রন্ট ক্যামেরা।