নয়াদিল্লি: সিবিএসই দ্বাদশে এ বছর পাশ করেছেন ৮৮.৭৮ শতাংশ পড়ুয়া। এবার পাশের হার গতবারের থেকে ৫ শতাংশ বেশি। এবার সেরা ফল করেছে তিরুঅনন্তপুরম বোর্ড। তাদের পাশের বার ৯৭.৬৭ শতাংশ। সব থেকে খারাপ ফল পটনার, পাশের হার ৭৪.৫৭ শতাংশ।



এ বছর সিবিএসই দ্বাদশের পরীক্ষায় বসেন ১১,৯২,৯৬১ জন। তাঁদের মধ্যে ১০,৫৯,০৮০ জন পাশ করেছেন। ফল প্রকাশের পর টেলিকাউন্সেলিং শুরু হবে আজ থেকে, চলবে ২৭ তারিখ পর্যন্ত। এতে যোগ দিয়েছেন দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্বীকৃতিপ্রাপ্ত স্কুলের স্বেচ্ছাসেবী অধ্যক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত কাউন্সেলররা।  ভারতে ১৮০০-১১-৮০০৪ টোল ফ্রি নম্বরে ফোন করলে এই সহায়তা পাওয়া যাবে। ফোন করতে হবে সলকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে। এই কাউন্সেলিংয়ে ফল বার হওয়ার পর পড়ুয়া ও অভিভাবকদের নানা ধরনের মানসিক অবসাদের সমাধান খোঁজা হয়। তা ছাড়া উত্তর দেওয়া হয় পরীক্ষার ফল সংক্রান্ত বিভিন্ন সাধারণ প্রশ্নের।



এবারও ছেলেদের থেকে ভাল ফল করেছে মেয়েরা। ৯২.১৫ শতাংশ ছাত্রী দ্বাদশ শ্রেণির পরীক্ষা পাশ করেছে, ছাত্রদের মধ্যে পাশের হার ৮৬.১৯ শতাংশ। সিবিএসই জানিয়েছে, ছেলেদের থেকে মেয়েদের সাফল্যের হার ৫.৯৬ শতাংশ বেশি।



প্রচণ্ড চাপে সিবিএসই-র সাইট বসে গিয়েছে। ফলে ছাত্রছাত্রীদের একটু অপেক্ষা করতে হবে। তবে ০১১-২৪৩০০৬৯৯ নম্বরে ফোন করে তাঁরা ফল জানতে পারেন। দিল্লির বাসিন্দাদের অবশ্য ২৪৩০০৬৯৯-এ ফোন করতে হবে।

Education Loan Information:

Calculate Education Loan EMI