সেওনি: স্কুলে নিশ্চিন্তে মিড ডে মিল খাচ্ছিল পড়ুয়ারা। হঠাৎই ধেয়ে এল এক শিক্ষকের গাড়ি। প্রবল ধাক্কার চোটে জখম হল আট পড়ুয়া। তাদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর। মর্মান্তিক এই ঘটনা মধ্যপ্রদেশের সেওনি জেলার বান্দোল অঞ্চলের জুরতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষক কৃষ্ণ কুমারকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার এই ঘটনা ঘটে। এ বিষয়ে বান্দোল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিলীপ পঞ্চেশ্বর জানিয়েছেন, ‘শিক্ষক কৃষ্ণ কুমার তাঁর নতুন গাড়ির ব্রেকের বদলে অ্যাকসেলেরেটর টিপে দেন। গাড়িটি প্রথমে বাসনপত্রে আঘাত করে এবং তারপর দুই পড়ুয়াকে ধাক্কা মারে। বাসন ছিটকে গিয়ে আরও ৬ পড়ুয়াকে জখম করে। বাসনপত্র থেকে ছড়িয়ে পড়া গরম খাবারেও পড়ুয়ারা জখম হয়।’

সেওনি জেলা হাসপাতালের চিকিৎসক বিনোদ নাওকর জানিয়েছেন, তিন পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জব্বলপুর ও নাগপুরের হাসপাতালে পাঠানো হয়েছে। সেওনি জেলা হাসপাতালেই বাকি পাঁচ পড়ুয়ার চিকিৎসা চলছে।