সাগর (মধ্যপ্রদেশ): ঠিক যেন উপন্যাস বা চলচ্চিত্র! মধ্যপ্রদেশের বীণা শহরে ৭২ বছরের এক বৃদ্ধকে চিকিৎসক মৃত ঘোষণা করার পরদিন সকালে মর্গ থেকে তাঁকে জীবন্ত অবস্থায় উদ্ধার করল পুলিশ। কিন্তু ফের হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় ওই বৃদ্ধের। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বীণা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল মৌর্য জানিয়েছেন, ‘মৃত ব্যক্তির নাম কিষণ। তিনি ছত্রপুর জেলার নওগাঁ শহরের বাসিন্দা। ১৪ জুন তাঁকে রাস্তায় সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। এরপরেই তাঁকে বীণার সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ তাঁকে মৃত ঘোষণা করে পুলিশে খবর দেন এক চিকিৎসক। শুক্রবার সকালে পুলিশকর্মীরা যখন মর্গে যান, তখন তাঁরা দেখতে পান, ওই বৃদ্ধ জীবিত। তিনি কিছু একটা বলার চেষ্টা করছিলেন। পুলিশকর্মীরা ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সকাল সাড়ে দশটা নাগাদ তাঁর মৃত্যু হয়।’
চিফ মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার এস আর রোশন জানিয়েছেন, সংশ্লিষ্ট চিকিৎসকের ভূমিকা খতিয়ে দেখা হবে। বীণার মহকুমা শাসক কে এল মীনা জানিয়েছেন, চিফ মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসারের কাছে এই ঘটনার রিপোর্ট পাঠানো হবে। তিনিই ওই চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন।
সরকারি হাসপাতালে মৃত ঘোষণা চিকিৎসকের, পরদিন সকালে মর্গে জীবন্ত অবস্থায় উদ্ধার বৃদ্ধ
Web Desk, ABP Ananda
Updated at:
22 Jun 2019 06:15 PM (IST)
চিফ মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার এস আর রোশন জানিয়েছেন, সংশ্লিষ্ট চিকিৎসকের ভূমিকা খতিয়ে দেখা হবে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -