ইনদওর: মধ্যপ্রদেশের বিধানসভা ভোটে প্রার্থী হওয়ার জন্য জামানত হিসেবে ১০ হাজার টাকার কয়েন নিয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের দফতরে হাজির হন এক ব্যক্তি। তাঁর দেওয়া টাকা গুণতে পাঁচজন কর্মীর লাগে ৯০ মিনিট। দেরি হয়ে যাওয়ায় গতকাল আর ওই ব্যক্তি মনোনয়ন জমা দিতে পারেননি। তাঁকে একটি রশিদ দিয়ে আজ আসতে বলা হয়। আজই মনোনয়ন পেশের শেষ দিন ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ব্যক্তি মনোনয়ন পেশ করেছেন কি না জানা যায়নি।
ইনদওর-৩ কেন্দ্রের রিটার্নিং অফিসার শাশ্বত শর্মা জানিয়েছেন, কয়েন নিয়ে আসা ওই ব্যক্তির নাম দীপক পওয়ার। তিনি পেশায় আইনজীবী এবং স্বর্নিম ভারত ইনকিলাব পার্টির নেতা। এই প্রথম নির্বাচনে প্রার্থী হতে চান পওয়ার। তিনি জানিয়েছেন, ‘আমি চাঁদা হিসেবে নোট পাইনি। তাই কয়েন জমা দিতে বাধ্য হয়েছি।’
মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য এক টাকার ১০ হাজার কয়েন নিয়ে হাজির এক ব্যক্তি! গুণতে লাগল ৯০ মিনিট
Web Desk, ABP Ananda
Updated at:
09 Nov 2018 05:35 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -