ইন্দোর: ভিন জাতে বিয়ে করায় ২১ বছরের এক তরুণীকে গুলি করে হত্যা করল তাঁর কিশোর ভাই। মধ্যপ্রদেশের ইন্দোরের একটি গ্রামে শনিবার ওই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
রাওয়াড় গ্রামের বাসিন্দা বুলবুল নামে ওই তরুণী কুলদীপ নামে ভিন জাতের এক তরুণকে বিয়ে করেছিলেন। কুলদীপও একই গ্রামের বাসিন্দা। ছয় মাস আগে তাঁদের বিয়ে হয়েছিল।এই বিয়ে নিয়ে বুলবুলের পরিবার ব্যাপক ক্ষুব্ধ ছিল বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক রামকুমার রাই।
বিয়ের পর গ্রামের বাইরে চলে গিয়েছিলেন বুলবুল ও কুলদীপ। গত শনিবার স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে ফেরেন বুলবুল। আর ওই দিনই কুলদীপের বাড়িতে গিয়ে দিদির মাথায় গুলি করে তাঁর ১৭ বছরের ভাই।
বুলবুলকে ইন্দোরের মহারাজা যশবন্তরাও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত কিশোর বেটমা থানায় আত্মসমর্পণ করেছে।
ভিন জাতে বিয়ে, দিদিকে গুলি করে খুন কিশোরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jun 2019 07:20 PM (IST)
ভিন জাতে বিয়ে করায় ২১ বছরের এক তরুণীকে গুলি করে হত্যা করল তাঁর কিশোর ভাই। মধ্যপ্রদেশের ইন্দোরের একটি গ্রামে শনিবার ওই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -